নিজের নামে পদ্মা সেতুর নাম চান না প্রধানমন্ত্রী: কাদের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা না থাকলে নিজ অর্থায়নে দেশে পদ্মা সেতু হতো না। সারা জাতিই চায়, পদ্মার সেতু শেখ হাসিনার নামে করা হোক।তিনি বলেন, শেখ হাসিনার সাহসের সোনালী ফসলের নাম পদ্মা সেতু। আগামী জুনেই এ সেতু চালু করা হবে।মঙ্গলবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পদ্মা সেতু উদ্বোধনের চূড়ান্ত তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন জানিয়ে আওয়ামী লীগ সম্পাদক বলেন, হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দিবেন শেখ হাসিনা।ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দেশে না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, জয় বাংলা জাতীয় স্লোগান হতো না, অসাম্প্রদায়িক দেশ গড়াও সম্ভব হতো না।তিনি বলেন, শেখ হাসিনার সামনে পাথর বিছানো পথ। ঐক্যবদ্ধভাবে কাজ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।অনেক আগেই পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার প্রস্তাব করেছিল সেতু মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ও মন্ত্রিসভার বৈঠকেও একাধিকবার আলোচনা হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামে পদ্মা সেতু করার প্রস্তাবে শুরু থেকেই অসম্মতি জানিয়ে আসছেন।