নিয়োগে বাণিজ্য:মুর্শেদ-নাঈমুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নিয়োগে দুর্নীতি মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। ২৫ জুন রোববার দুদক কর্মকর্তার দায়ের করা মামলায় সিলেট মহানগর জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ইউএম নাছির উদ্দিন এই নিষেধাজ্ঞা আরোপ করেন। আদেশে বলা হয়েছে, অভিযুক্তদের আগামী ৬০ দিন দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো। আদালতের পিপি এডভোকেট আলী মর্তুজা কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মামলায় অভিযুক্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মুর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়োগ বাণিজ্যের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর ইউজিসি থেকে দুদকে অভিযোগ দেয়া হয়।মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা ৬৮১/২৩ দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগে রিট পিটিশনের (নং-৮২৪/২০২১) মামলার রায়ের অনুলিপি এবং গত ১৩ জুন দুর্নীতি দমন কমিশন থেকে পাঠানো ২২০৪১ নং স্মারকে একটি চিঠিও আদালতে দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালতের এই নিষেধাজ্ঞা।

You might also like