নির্বাচনী সভায় অংশ নেয়ার অপরাধে (!) বিএনপি নেতা বহিষ্কার

সত্যবাণী
সিলেট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এক প্রার্থীর নির্বাচনী সভায় অংশ নেয়ার অপরাধে (!) বিএনপির এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কছির আলী নামের বহিষ্কার হওয়া ওই নেতা সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
দলের জেলা শাখা সুত্র জানিয়েছে, কছির আলী সম্প্রতি সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনের নির্বাচনী সভায় অংশ নেন। এজন্য তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ৩ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
দলের জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং স্বৈরাচারের দোসর একটি দলের তথাকথিত নির্বাচনী সভায় অংশগ্রহণ করার অপরাধে আপনাকে (কছির আলী) বিএনপি’র গঠনতন্ত্র অনুযায়ী দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’

You might also like