নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়েছেন কমনওয়েলথ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে অবহিত হয়েছেন কমনওয়েলথ প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল।
আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করে ভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত হয় সংস্থাটির ৪ সদস্যের প্রতিনিধি দল।বৈঠকের পর কমনওয়েলথের প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিমের সদস্য ও কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস বলেন, ‘প্র-ইলেকশন এসেসমেন্ট মিশনের অংশ হিসেবে আমরা এসেছি। যে কোনো সদস্য দেশেই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি পাঠায়। ইসি ছাড়াও বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো।তিনি বলেন, ‘এখানে এসেছি নির্বাচনী প্রস্তুতি জানতে। পাশাপাশি আমরা বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠালে কতটুকু সহায়তা দিতে পারবে, তা নিয়েও ভালো আলোচনা হয়েছে। আমরা মূলত নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। ২২ নভেম্বর চলে যাবো। তার আগে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবো। কমনওয়েলথ মহাসচিবকে পরবর্তী করণীয় নিয়ে আমাদের সুপারিশগুলো জানাবো।প্রতিনিধি দলের অন্যদের মধ্যে কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো উপস্থিত ছিলেন।

You might also like