নির্বাচনে কারও তাঁবেদারি চলবে না :জেলা প্রশাসক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ আগামী ১৭ জুলাই সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হবে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মজিবর রহমান। তিনি বলেন, বিশ্বনাথের ৫ টি ইউনিয়নে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচন নিয়ে কারও তাঁবেদারি চলবে না। এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেবে।এরপূর্বে অভিমত ব্যক্ত করে অনেক প্রার্থী অভিযোগ করে বলেন, এই নির্বাচনে অনেক চেয়ারম্যান প্রার্থী কালোটাকার ছড়াছড়ি করছেন। এছাড়াও সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়েও তাদের সন্দেহ রয়েছে।বক্তব্য শুনে জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্থ করে বলেন, নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হবে। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচন নিয়ে কারও তাঁবেদারি চলবে না।সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফ উজ্জামান, থানার ওসি গাজী আতাউর রহমান, সাংবাদিক তজম্মুল আলী রাজু ও সাংবাদিক আশিক আলী।