নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র আরিফ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।২০ মে শনিবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, জেল-জুলুম নির্যাতন সহ্য করে সিলেটের উন্নয়নে মনোনিবেশ করেছিলাম। আমার উন্নয়ন কাজ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের বলতে চাই, স্বয়ং প্রধানমন্ত্রীও আমার কাজের প্রশংসা করেছেন। আর তাই সিলেটের মানুষজন মা বোন, যে যেখানেই আমাকে পাচ্ছেন, নির্বাচন করার জন্য বলছেন, অনুরোধ করছেন।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, এখনো আমি মনোনয়নপত্র কিনি নি। অথচ আমার নেতাকর্মীদের ঘরে ঘরে পুলিশ তল্লাশী করছে। গ্রেফতার-হয়রানি এমনকি রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমার দল এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচনের কোন পরিবেশ নেই। ইভিএম-এ ভোট উন্নত দেশগুলোও করছে না। এখন পক্ষপাতিত্বের জন্য সাজানো নির্বাচন করা হচ্ছে।ইভিএম-এ আপনারা এক মার্কায় ভোট দিবেন। দেখবেন সেটা আরেক মার্কায় চলে গেছে। তিনি বলেন, আমি বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দলের সিদ্ধান্তের বাইরে থাকতে পারিনা। আমার নেত্রী খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি।রেজিস্ট্রারি মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানালেন মেয়র আরিফ সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ সিদ্ধান্ত দিতে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।হযরত শাহজালাল (রহঃ)-এর মাজার জিয়ারত শেষে নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এসে পৌঁছানোর পর লিখিত বক্তব্য পড়তে শুরু করেন তিনি।বক্তব্যের শুরুতেই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে স্মরণ করেন তিনি। একই সাথে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও স্মরণ করেন সিকিক মেয়র।লিখিত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে বিভিন্ন সময় সহযোগিতা করার জন্য।

You might also like