নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ থেকে বিস্ফোরক উদ্ধার, আটক ৫

নিউজ ডেস্ক
সত্যবাণী

নীলফামারী: জেলা সদরের সোনারায় ইউনিয়নের পুঠিহারী মাঝাপাড়া গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদ্বীন বাংলাদেশ’র (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হচ্ছে- ওহিদুল ইসলাম (২৬), ওয়াহেদ আলী (৩০), আব্দুল্লাহ আল মামুন সুজা (২৬), জাহিদুল ইসলাম (২৮) ও নুর আমীন (২৮)। তারা রাজমিস্ত্রিসহ বিভিন্ন পেশায় জড়িত। শনিবার ভোরে তাদেরকে আটকের পর বেলা ১০ টার দিকে ওই গ্রামের শরীফুল ইসলামের (৩২) বাড়ীতে অভিযান চালিয়ে সতেজ একটি বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। তার বাড়িতে বোমা তৈরী হতো এমন তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোররাত থেকে তার বাড়ী ঘিরে রাখে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। পরে আজ সকাল সাড়ে নয়টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে আসা র‌্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেই বাড়ী থেকে একটি শক্তিশালী তাজা বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। তবে র‌্যাব পৌঁছার আগেই কৌশলে পালিয়ে যায় শরীফুল। উদ্ধারের পর সকাল সাড়ে ১০ টার দিকে বোমাটি একটি ফাঁকা স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। এসময় শরীফুলের স্ত্রী মিনা বেগম (২৮) ও তার শাশুড়ীকে(নাম জানা যায়নি) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।তিনি বলেন, ‘আটকৃতরা সবাই জেএমবি সদস্য। এদের মধ্যে ওয়াহেদ বোমা তৈরীর প্রশিক্ষণপ্রাপ্ত। শরীফুল জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

You might also like