নূপুর বেতার শ্রোতা ক্লাবের বিভাগীয় লোক উৎসব আমাদের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে :শফিক চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে আউল-বাউলের দেশ এবংলোক শিল্পীদের সুতিকাঘার। বর্তমান সরকার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করছে। তিনি বলেন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে লোকশিল্পীদের অনেক অবদান ছিলো। হাজার বছরের ঐতিহ্যে লালিত দেশীয় সংস্কৃতিকে বিশ্বপরিমন্ডলে তুলে ধরতে সিলেটের গুণী লোক শিল্পীদের কর্মতৎপরতা অপরিসীম।২০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নূপুর বেতার শ্রোতা ক্লাব আয়োজিত বিভাগীয় লোক সংস্কৃতি উৎসবে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

ক্লাব সভাপতি কণ্ঠশিল্পী তুহিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী কণ্ঠশিল্পী সুপ্রিয়া দেব এবং মহিলা সম্পাদক শিল্পী চক্রবর্তীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, ক্লাব উপদেষ্টা এপিপি এডভোকেট মামুন রশীদ, হাজী হাবিবুর রহমান মজলাই, মানবাধিকার কর্মী মো. দেলোওয়ার হোসেন খান, শ্রমিক লীগ নেতা সাদিকুর রহমান সাদিক, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার কনা, বাউল শিল্পী ফকির মাহমুদা। সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন, সিনিয়র বাউল শিল্পী আব্দুর রহমান, লোক শিল্পী শামীম আহমদ, লোক গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, প্রবীণ বাউল শিল্পী ফকির মো. ইমান আলী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি কণ্ঠশিল্পী মাছুম জামান, কণ্ঠশিল্পী অপু দাস, সাংগঠনিক সম্পাদক কণ্ঠশিল্পী শান্তা বর্ধন, বাউল শিল্পী সেজু সরকার, গীতিকবি এমএ কাশেম সরকার, কণ্ঠশিল্পী মাছুম সরকার প্রমুখ।এরপূর্বে সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন আ’লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এতে অতিথি হিসেবে ছিলেন, ক্লাবের উপদেষ্টা এপিপি এডভোকেট শাজাহান চৌধুরী, বিশিষ্ট ফটো সাংবাদিক আতাউর রহমান আতা।

You might also like