নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ইসরায়েল: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন ছুঁড়েছে হিজবুল্লাহ।শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কেসারিয়াতে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে।সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, শনিবার ভোরের দিকের উপকূলীয় শহর কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোন ছুঁড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে দুইটি প্রতিহত করা গেলেও একটি ভবনে আঘাত হেনেছে।এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ড অতিক্রম করেছে। এদের মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বেশ কিছু খোলা মাঠে পড়েছে। তাছাড়া হাইফাতে একটি গাড়ি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে এতে দুইজন আহত হয়।

You might also like