নেতা কর্মীদের তোপের মুখে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: গতকাল ৪টা মে রাত এগারোটায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট্রেল লন্ডনের ক্লারিজ হোটেলে যুক্তরাষ্ট্র থেকে এসে পৌছলে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানালেও হোটেলে নেত্রীর সাথে দেখা করতে পারেননি নির্ধারিত নেতৃবৃন্দ। এতে তোপের মুখে পড়েন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি। দলীয় সূত্রে জানা যায়, হোটেলে নেত্রীর সাথে দেখা করার অনুমতি পেয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ১২ জন নেতা। কিন্তু প্রবেশ করেন মাত্র ৬জন। হোটেলের লবি থেকে বের করে দেয়া হয় দুই সিনিয়র সহসভাপতিকে।
ঘটনায় কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয় এবং সভাপতি ও সেক্রেটারি নেত্রীর সাথে দেখা করে বের হয়ে এলে তাদের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মানবাধিকর সম্পাদক সারব আলী, জনসংযোগ সম্পাদক রবিন পাল, শিল্প ও বাণিজ্য বিসয়ক সম্পাদক আ স ম মিসবাহ, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদের বাকবিতণ্ডায় লিপ্ত হন। নিধারিত ১২জন নেতা দেখা করার কথা থাকলেও তারা এ বিষয় জানেন না বলে উত্তর দেন। এতে হোটেলের বাইরে অবস্থানরত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠেন।
উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এলে একই পরিস্থিতির অবতারণা হয়েছিল। এবারও ঘটনার পুনারাবৃত্তি ঘটলে ক্ষুব্ধ হওয়া নেতাকর্মীর তোপের মুখে পড়েন সভাপতি সুলতান শরীফ ও সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক। জানা যায়, গতবছরের ঘটনার পর সভাপতি ও সেক্রেটারি কথা দিয়েছিলেন পরবর্তীতে কমিটির সভা ডেকে এ বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু তা পালন না করে, আবারও একই ঘটনার জন্ম দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ বির্তক সৃষ্টি করেন।