নোয়াখালীতে পূজা মন্ডপে হামলার ঘটনায় সামাজিক আন্দোলনের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন: সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুরে পূজা মন্ডপে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়, শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর পূজা মন্ডপে হামলার ঘটনা ঘটেছে। ৩০-৩৫ ব্যক্তি এই হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন করিমপুর কালী মন্দিরের সভাপতি গণেশ রবি দাস। পরে শনিবার রাতে স্থানীয় শেখ সেলিমকে (৫০) প্রধান আসামি করে এজাহার নামীয় আরও ২জনের নাম উল্লেখ করে পূজা মন্ডপের সেবক আলো রবি দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয় ২০জনকে।
বিবৃতিতে অবিলম্বে এই ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

You might also like