নোরা শরীফের ৯ম মৃত্যুবার্ষিকী: মঙ্গলবার লন্ডনে স্মরণসভা

নিউজ ডেস্ক
সত্যবাণী 

লন্ডন:  মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশ সরকার কর্তৃক ‘বিদেশী বন্ধু’ সম্মাননায় ভূষিত ব্যারিষ্টার নোরা শরীফের নবম মৃত্যুবার্ষিকী আগামী মঙ্গলবার, ২৯ নভেম্বর। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে ভুগার পর ২০১৩ সালের ২৯শে নভেম্বর ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন বাঙালীর অস্থিত্বে মিশে যাওয়া এই মহিয়সী ব্রিটিশ-আইরিস নারী।

নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ‘নোরা শরীফ’ ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডনে আয়োজন করা হয়েছে এক স্মরণসভা। ঐদিন বিকেল সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের ব্রান্সলি ষ্ট্রিটের কলিংউড হলে (Collingwood Hall, Barnsley Street, London E1 5RB) আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন  বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেছা ইন্ধিরা এমপি ও নৌপরিবহন মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

বাংলাদেশের ‘বিদেশী বন্ধু’ ব্যারিষ্টার নোরা শরীফের স্মরণসভায় যোগ দিতে সকলের প্রতি অনুরুধ জানিয়েছে নোরা শরীফ’ ফাউন্ডেশন।

 

 

 

 

You might also like