নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—শফিক চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার প্রার্থী হতে দেশ ও বিদেশের ১০ জন আ’লীগ নেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। জেলা আ’লীগের শীর্ষ নেতাদের কাছে তারা শনিবার তাদের জীবন-বৃত্তান্ত জমা দেন।যারা জমা দিয়েছেন, তারা হলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রবাসী আকদ্দুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, পৌর আ’লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, যুক্তরাজ্য আ’লীগ সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি প্রবাসী মোহাম্মদ আলী মজনু।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে দলীয়প্রার্থী নির্ধারণের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার কাংক্ষিত উন্নয়ন বাস্তবায়নে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে রূপকল্প-৪১ বাস্তবায়নে প্রত্যেক নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আ’লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে আমাদের সবাইকে সততা, নিষ্ঠা ও ত্যাগের বিনিময়ে কাজ করতে হবে।প্রধান বক্তা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, যে-ই নৌকার মাঝি হন না কেনো, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে উন্নয়ন অব্যাহত থাকবে।উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’ লীগ নেতা এ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You might also like