ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে- ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য, কিশোরগঞ্জ জেলা ন্যাপের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা, প্রবীন আইনজ্ঞ অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন এঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সহমর্মিতা, সমবেদনা জানিয়েছেন।তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি……………. রাজিউন)।
অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নে যোগদান করেন। স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য হিসেবে রনাঙ্গনে যুদ্ধ করে দেশকে পাক হানাদার শত্রু মুক্ত করেন। মুক্তিযুদ্ধের পর তিনি ন্যাপে (মোজাফফর) যোগদান করেন। তিনি ১৯৭৩ এবং ১৯৮৬ সনের জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ মনোনীত ও তৎকালীন ১৫ দল সমর্থিত প্রার্থী হিসেবে কুড়েঘর মার্কায় নির্বাচন করে পরাজিত হন। তিনি আমৃত্যু অধ্যাপক মোজাফফর আহমেদ এঁর একনিষ্ঠ অনুসারী ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও পার্টির অপূরনীয় ক্ষতি হল। তাঁর প্রতি আমাদের অন্তিম অভিবাদন ও শ্রদ্ধা।ন্যাপ নেতা অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন এঁর মৃত্যুতে সমগ্র ন্যাপ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতবাসী করুন, আমিন।