ন্যাপ সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ নির্বাচন চায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে অনেক শঙ্কা।অনেক প্রশ্ন ।অতীতের নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি ও ক্ষমতার অপব্যবহারের বিপরীতে জনকল্যাণে, দেশের উন্নয়নে, গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখা সকল রাজনৈতিক দলের নৈতিক কর্তব্য। ন্যাপ সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ নির্বাচন চায়।গতকাল ২১ মে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স কক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।

সভার সভাপতি প্রবীণ জননেতা ন্যাপ সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্থ ধারার রাজনীতি ও গণতন্ত্রের প্রতি সকল রাজনৈতিক দলের শ্রদ্বাশীল থাকা প্রয়োজন। তরুণ সমাজকে সুস্থ ধারার রাজনীতিতে আকৃষ্ট করতে হলে তাদের কাছে আদর্শের কথা, নীতির কথা, দেশপ্রেমের কথা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে । নিজে সৎ ও আদর্শবান না হলে যত ভালো কথাই বলুন না কেন মানুষ তা গ্রহণ করবে না।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাপের সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, প্রবীণ ন্যাপ নেতা অধ্যক্ষ রুহুল আমিন, অ্যাডভোকেট এমএ ওহাব, অমল চন্দ্র নটটো, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এস কমরুন, সাইফুল আলম মামুন, অ্যাডভোকেট এমএ মালেক, নাসিমা হক রুবি প্রমুখ।সভায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধ করা, তেলসহ নিত্য প্রযয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানানো হয়।

You might also like