নয়টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া ৯টি বিলে সম্মতি জ্ঞ্যাপন করেছেন।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয় রাষ্ট্রপতি আজ এ সম্মতি জ্ঞ্যাপন করেন।বিলগুলো হলো, বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী ( স্পেশাল সিকিউরিটি ফোর্স), বিল, ২০২১; বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১, মহাসড়ক বিল, ২০২১, টেরিটোরিয়্যাল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন(সংশোধন) বিল, ২০২১,বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।

You might also like