পথশিশু ও ছিন্নমূলদের নিয়ে সুনামগঞ্জে পিঠা উৎসব

সত্যবাণী
সিলেট অফিসঃ সুনামগঞ্জে অর্ধশতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব করা হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শাপলা চত্বরে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বকপুল, জাম, বাপা, মালপোয়া, জুইসহ কয়েক রকমের মজাদার পিঠা তৈরি ও বিতরণ করা হয়। পিঠা খেতে দুপুর থেকেই শাপলা চত্বরে ভীড় জমান ছিন্নমূল মানুষরা। দীর্ঘদিন পর মজাদার পিঠার স্বাদ পেয়ে খুশি তারা।
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, শীতের এই সময়ে অসহায় ছিন্নমূল মানুষদের পিঠার স্বাদ দিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে হরেক রকমের মজাদার পিঠা ছিলো। প্রতিবছর শীতের এই পিঠা উৎসবের আয়োজন করা হবে।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, কামরুজ্জামান কামরুল, কর্ণ দাস, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আভি ফাহিম, সাধারণ সম্পাদক মাহবুবা আক্তার জেবা।

You might also like