পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য অনুপম সেন

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রাম: অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নগরীর বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন।ক্রমাগত হুমকির মুখে শুক্রবার রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।তবে পদত্যাগপত্রে ‘বার্ধক্যজনিত’ কারণ দেখিয়েছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা এবং ট্রেজারার তেৌফিক সাঈদ। শনিবার বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে ড. অনুপম সেনকে পদত্যাগ করতে বাধ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এক শিক্ষার্থী উপাচার্য অনুপম সেনকে ‘স্যার’ সম্বোধন করেন এবং পদত্যাগ না করলে অনুপম সেনের বিরুদ্ধে যেসব এভিডেন্স রয়েছে সেগুলো প্রচার করার হুমকি দিতে শোনা যায়। অনুপম সেনকে আওয়ামী লীগের দোসর অবহিত করে তার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপি্লট শাটডাউনের ঘোষণা দেন।

You might also like