পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।রোববার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।পদোন্নতির সুপারিশ প্রাপ্তরা হচ্ছেন খুলনা রেঞ্জের মো. হাবিবুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান, বাসুদেব বণিক, পুলিশ সদরদপ্তরের এস এম আক্তারুজ্জামান, মো. মনিরুল ইসলাম, মো. হায়দার আলী খান, মো. মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মো. আজাদ মিয়া, র‌্যাবের বেগম আতিকা ইসলাম।সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

You might also like