পরিকল্পনামন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় ১৪ কোটি টাকায় ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সুনামগঞ্জের উন্নয়নে অনবদ্য অবদান রেখে যাচ্ছেন।মন্ত্রীর প্রচেষ্টায় সুনামগঞ্জে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।তার হাত ধরেই সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল,টেক্সটাইল ইন্সটিটিউটসহ মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় তাঁর প্রচেষ্টায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন হয়েছে। পাশাপাশি রাস্তাগুলোর মাটিভরাট,কালভার্ট ও গার্ডওয়ালের দরপত্র আহবান করা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের বরাত দিয়ে শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা বিষয়টি নিশ্চিত করেছেন।উচ্ছ্বাস প্রকাশ করে হাসনাত হোসেন বলেন, ‘মন্ত্রীর একান্ত প্রচেষ্টায় শান্তিগঞ্জ-জগন্নাথপুরসহ পুরো জেলায় উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলছে।দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি উপজেলার মানুষ। আমরা মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।

অনুমোদিত রাস্তাগুলোর জন্য দীর্ঘদিন ধরে স্বপ্ন বুনছিলেন এলাকার মানুষ।তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলায় খুশিতে আত্মহারা ২ উপজেলাবাসী।রাস্তাগুলোর কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে।পাশাপাশি মানুষের জীবনযাত্রায় আসবে আমূল পরিবির্তন।লালিত স্বপ্ন পূরণ হওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।অনুমোদিত রাস্তাগুলো হলো, জগন্নাথপুর উপজেলার বড় শেওড়া থেকে রমাপতিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামন পর্যন্ত রাস্তা, শান্তিগঞ্জ উপজেলার শিবপুর থেকে বীরগাঁও পর্যন্ত রাস্তা, হাসনাবাদের মাথাল থেকে ডুংরিয়া পর্যন্ত এবং ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের সামন হইতে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে পর্যন্ত রাস্তা। রাস্তাগুলো বাস্তবায়ন করার জন্য মাটিভরাট, কালভার্ট, গার্ডওয়ালসহ দরপত্র আহবান করা হয়েছে।পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। এই রাস্তাটি আমাদের বহু বছরের স্বপ্ন ছিল। রাস্তার কাজ শেষ হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এজন্য আমরা মন্ত্রী মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ।শান্তিগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু বলেন, ‘এত এত উন্নয়ন পরিকল্পনামন্ত্রী মহোদয় ছাড়া বাস্তবায়ন সম্ভব ছিলনা। আমরা ধন্য এমন নেতা পেয়ে।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন,এই রাস্তাগুলো বাস্তবায়ন হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের দ্বার উন্মোচিত হবে। দ্রুততম সময়ের মধ্যেই মানুষ উপজেলা সদরে আসতে পারবেন। এই রাস্তাগুলো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সুনামগঞ্জের উন্নয়নের রূপকার, হাওররতœ, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

You might also like