পরিচ্ছন্নতাকর্মীদের ৫৫টি পরিবার পেলো আধুনিক আবাসন সুবিধা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট মহানগরে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিত করতে মহানগরের কাষ্টঘরে নির্মাণ করা হয় ৬তলা বিশিষ্ট আধুনিক ভবন। সেই ভবনে পরিচ্ছন্নতাকর্মীদের ৫৫টি পরিবার পেল আধুনিক আবাসন সুবিধা। এখন থেকে উন্নত আবাসন সুবিধার আওতায় জীবন যাপন করবেন তারা।৩ মে বুধবার দুপুরে নগর ভবনে কাষ্টঘরের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে আধুনিক ভবনের অনুমতিপত্র তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এখন থেকে ৫৫টি পরিবার উন্নত আবাসন সুবিধার আওতায় জীবন যাপন করবেন। ক্রমান্বয়ে নগরির সকল পরিচ্ছন্নতাকর্মীর জন্য আবাসন সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে সিসিকের।এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।প্রসঙ্গত, বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকারের অর্থায়নে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত আধুনিক সুবিধা সম্পন্ন আবাসিক ভবন নির্মাণে ব্যয় হয় ৪.৪৭৮৭ কোটি টাকা। ৬ তলা বিশিষ্ট আবাসিক ভবনে ৫৫টি পরিচ্ছন্নতাকর্মীর পরিবার বসবাসের সুবিধা পাচ্ছেন। ভবনের প্রতিটি ইউনিটে ২টি শোয়ার ঘর, ১টি রান্নাঘর, ১টি বারান্দা ও ১টি শৌচাগার রয়েছে। এছাড়া ১৯০০ বর্গফুটের একটি সামাজিক সম্মিলন কেন্দ্রও রয়েছে ভবনের নিচতলায়।

You might also like