পরিবার নিয়ে পর্তুগাল ফেরা হলো না সিলেটের রাজুর

শাহ মোহাম্মদ তানভীর
সত্যবাণী

সিলেট: সিলেট তামাবিল মহাসড়কের গ্যাসফিল্ড লিমিটেডের ৭নং কুপের সম্মুখে বাস,ব্যাটারী চালিত টমটম ও মটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে তারেক আহমদ রাজু (৩২)নামে এক পর্তুগাল প্রবাসী নিহত হয়েছেন।তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের আব্দুন্নুর মাষ্টারের এর ছেলে । সোমবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতাল হতে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের সময় হবিগঞ্জ এলাকায় পৌছালে তিনি মৃত্যু বরন করেন ।
পারিবারিক সূত্রে জানা যায় বুধবার বিকাল (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের গ্যাসফিল্ড লিমিটেডের ৭নং কুপের সম্মুখে বাস ব্যাটারী চালিত টমটম ও মটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে এ সড়ক ঘটনা ঘটে ৷ দূঘটনায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু ও ২০জন আহত হন ৷ তাদের মধ্যে স্ত্রী সহ পর্তুগাল প্রবাসী রাজু গুরুত্বর আহত হন ।স্থানীয়রা থাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন ৷ এদিকে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা থাকে ঢাকাস্থ এ্যাপলো হাসপাতালে রেফার্ড করেন, কিন্তু ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয় ।এদিকে দূর্ঘটনার শিকার রাজুর মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে।
এ বিষয়ে পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আম্বিয়া জানান, রাজু ছিলেন পর্তুগালের একজন তরুণ ব্যবসায়ী ।তারেক আহমদ রাজু গত ১১ মার্চ ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছুটিতে এসেছিলেন পরিবারের সদস্যদের পর্তুগাল নিয়ে যাওয়ার জন্য। সে যাওয়া আর হলো না।যা আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক একটা ঘটনা। তার মৃত্যুতে পুরো কমিউনিটি জুড়ে বইছে শোকের ছায়া।আজ মঙ্গলবার বাদ যোহর সিলেটের দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

You might also like