পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ফ্যাক্টরি’র উদ্বোধনঃ বিয়ানীবাজার থেকে শুরু

সত্যবাণী
সিলেট অফিসঃ কম খরচে পরিবেশবান্ধব ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে কংক্রিটের ইট তৈরির ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর শেওলা ব্রিজ সংলগ্ন কন বল্ক বাংলাদেশ কংক্রিট ব্রিকস এন্ড ব্লক ফ্যাক্টরি ১৭ জানুয়ারি বুধবার বিকেলে উদ্বোধন করেছেন সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।
উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট গণপূর্ত সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণি, অতিরিক্ত প্রকৌশলী আবু জাফর প্রিন্সসহ সিলেট গণপূর্ত সার্কেলের অন্যান্য কর্মকর্তা। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাইদুস সালাম, দুবাগ ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির। অতিথিবৃন্দকে স্বাগত জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দারুল ইসলাম চৌধুরী দারা।
উদ্যোক্তা দারুল ইসলাম চৌধুরী দারা বলেন, ‘বিয়ানীবাজার থেকেই শুরু করলাম পরিবেশবান্ধব কংক্রিট ব্লক তৈরির কার্যক্রম। কম খরচ, ভূমিকম্প সহনশীল অত্যন্ত মজবুত পাকা ভবন নির্মাণে এ কংক্রিটের ইটের জুড়ি নেই।’
উদ্বোধনি অনুষ্ঠানে সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী বলেন, ‘পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনকারীদের প্রণোদনা দেবে সরকার। ইটভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, তাই পুরানো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি করতেই হবে। প্রথমদিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটা গ্রহণ করতে হবে।’

You might also like