পরিবেশবান্ধব কৃষি-খাদ্য উৎপাদনে ২৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

স্কটল্যান্ড গ্লাসগোতেঃ পরিবেশ দূষণ রোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। মূলত পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য ব্যবস্থাপনায় বিশাল এ বিনিয়োগ করবে সংস্থাটি।রোববার স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে জলবায়ু সম্মেলনে বিনিয়োগের এ অঙ্গীকার জানায় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জানায়, মূলত টেকসই ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা বিশ্বে কৃষিপণ্য সরবরাহকারী ১০০টি মেগা কোম্পানি এমন কিছু করবে না যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে।বিশ্বব্যাংক আরও জানায়, তাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে পরিবেশবান্ধব সুপার মার্কেট গড়ে তোলা। ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের পণ্য পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন করবে। এমনকি এসব পণ্য কীভাবে পরিবেশবান্ধব উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়ায় যেসব দেশ পরিকল্পনা নেবে, তাদেরই এ ২৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ঋণ দেবে বিশ্বব্যাংক।

You might also like