পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে করোনার ভয়ানক হানা!
শাহ মোহাম্মদ তানভীর
সত্যবাণী
পর্তুগাল থেকে: ইউরোপের দেশ পর্তুগালেও করোনার ডেলটা ধরন ছড়িয়েছে ব্যাপক মাত্রায়।ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে বাংলাদেশ কমিউনিটির অসংখ্য প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।বিশেষ করে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে ঐ এলাকায় বসবাসরত অসংখ্য বাংলাদেশী করোনা আক্রান্ত হচ্ছেন।তার মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।আর যাদের অবস্থা কিছুটা ভাল তারা বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পর্তুগালের রাজধানী লিসবনের কোভিডের অবস্থা এখন ভয়ানক উল্লেখ করে পর্তুগালের বসবাসরত প্রবাসী সাংবাদিক বেলাল আহমদ জানান রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে প্রায় শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন । তার মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন । যাদের অবস্থা কিছুটা ভাল তারা বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ।তিনি বলেন ২০২০ সালের মার্চ মাসে করোনার প্রথম আঘাতে বাংলাদেশ কমিউনিটিতে এত বেশি প্রবাসী বাংলাদেশী করোনা আক্রান্ত হননি ।বর্তমানে ভারতীয় ডেল্টা ধরনে সংক্রমণের প্রভাবে অনেক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন ।তিন পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশিকে স্বাস্হ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।এ দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পর্তুগালে সর্বমোট ৯৪ লাখ ৪৩ হাজার ৬৯১ জন করোনা টিকা গ্রহণ করেছেন যা দেশের মোট জনসংখ্যার ৯৪ শতাংশ এর চেয়ে ও বেশি।তবে এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ৩৯ হাজার ৭৭৬ জন এবং পূর্ণ ডোজ নিয়েছেন ৩৬ লাখ ৩ হাজার ৯১৫ জন। উল্লেখ্য রাজধানী লিসবনসহ পুরো পর্তুগালে উচ্চ করোনা সংক্রমণ পরিস্থিতি বিরাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৩ জুলাই পর্যন্ত পর্তুগালে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১২ হাজার ৪০৬ জন,করোনায় মৃত্যু হয়েছে ১৭ হাজার ১৭৩ জন এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৩৪ জন।