পর্দা নামল টোকিও অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

টোকিও: করোনা মহামারির দুঃসময়ে ‘দা গ্রেটেস্ট শো অন আর্থ’ আশার মশাল জ্বেলে ছিল টোকিও’র বুকে।মাত্র ১৭ দিনে ৩৩৯টি পদকের লড়াই শেষ করে পর্দা নেমেছে টোকিও অলিম্পিকের।এবার অপেক্ষা শুরু ২০২৪ প্যারিস অলিম্পিকের।রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ঢাউস মশাল নিভিয়ে শেষ হয় আধুনিক অলিম্পিকের ৩২তম আসর। উদ্বোধনী মশাল জ্বেলেছিলেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। টোকিও অলিম্পিকের উদ্বোধন করেছিলেন জাপানের সম্রাট নারুহিতো।সমাপনী অনুষ্ঠানে টোকিও’র মেয়র ইউরিকো কোইকে অলিম্পিকের পতাকা তুলে দেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের হাতে। পরে তিনি সেটা তুলে দেন পরবর্তী আসরের আয়োজক শহর প্যারিসের মেয়র আন হিদালগুর হাতে।বিদায়ী ভাষণে আইওসি প্রেসিডেন্ট বাখ বলেন, খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে আপনারা আমাদের অনু্প্রাণিত করেছেন। চলমান মহামারিতে আপনারা (টোকিওর আয়োজক) অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ।

করোনার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে তৃপ্তির কথা জানান আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো। আয়োজনে অ্যাথলেট, কোচ ও ভলান্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।বিদায় বেলায় টিভির পর্দায় তুলে ধরা হয় আসরের নানা ইভেন্টের খণ্ড খণ্ড চিত্র। দেখা যায় অ্যাথলেটদের অর্জনের উল্লাস, আনন্দাশ্রু, আলিঙ্গনের দৃশ্য। ভার্চুয়াল মাধ্যমে বিশ্বের সবপ্রান্ত থেকে অনুষ্ঠানে যোগ দেন ক্রীড়া অনুরাগীরা। বাজে বিদায়ের রাগিণী।টোকিওর আসরে দাপট দেখিয়েছে মার্কিন অ্যাথলেটরা। ৩৯ সোনা, ৪১ রুপা ও ৩৩ ব্রোঞ্জসহ মোট ১১৩টি পদক নিয়ে শীর্ষ অবস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ৩৮ সোনা ৩২ রুপা ও ১৮ ব্রোঞ্জসহ মোট ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে চীন।

You might also like