পর্যটন এলাকায় বারের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে মদ কেনাবেচার বিষয়টি কিছুটা ধোঁয়াশাপূর্ণ অবস্থায় রয়েছে। কে কতটুকু মদ বিক্রি করতে পারবে, কোন কোন এলাকায় পারবে, কোন শর্তে বিক্রি করা হবে- এসব নিয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি নীতিমালা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সেই নীতিমালা অনুসারে বারের (পানশালা) লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার।

এক্ষেত্রে পর্যটন এলাকাগুলোয় অগ্রাধিকার ভিত্তিতে বারের অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে। তালিকায় থাকবে কূটনৈতিক জোন, বিশেষ অর্থনৈতিক জোনসহ আরো কিছু অঞ্চল। একজন মানুষ মাসে কতটুকু মদ গ্রহণ করতে পারবেন, তারও একটা বিধান থাকবে নীতিমালায়। ‘হোটেল/রেস্তোরাঁ/ক্লাবে বার লাইসেন্স ও সব রকমের অফ শপ এ বিলাতি মদ/বিদেশি মদের লাইসেন্স/পারমিট প্রদান ও নবায়ন সংক্রান্ত’ নীতিমালাটির খসড়া প্রস্তুত বলে জানা গেছে।

নীতিমালাটির খসড়া প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হামিদুর রহমান খান বলেন, আইনেই বলা আছে এটাকে একটা বিধিমালার মধ্যে রাখতে হবে। সেজন্যই আমরা খসড়া তৈরি করেছি। সেখানে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন, তারাই অনুমোদন পাবেন।সংশ্লিষ্টরা বলছেন, কোনো আইন বা বিধিবদ্ধ নীতিমালা নয়, মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষেই পাঁচ তারকা মানের হোটেলে এতদিন বারের লাইসেন্স দেওয়া হতো। তবে নীতিমালা অনুযায়ী, দুই তারকা মানের হোটেল পর্যন্ত বারের লাইসেন্স দিতে চায় সরকার। তবে যারা লাইসেন্সের জন্য আবেদন করবেন, তাদেরকে সে ব্যাপারে যৌক্তিকতা প্রমাণ দিতে হবে।

You might also like