পর পর ৩ দফা বন্যায় করুণ দশায় পড়েছে সিলেটের যোগাযোগ ব্যবস্থা

সিলেট অফিস 
সত্যবাণী
পর পর ৩ দফা বন্যায় করুণ দশায় সিলেটের প্রায় সবগুলো উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পানির স্রোতে উঠে গেছে রাস্তার পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ-কালভার্ট। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেটের লাখো মানুষের।
সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ প্রায় ২৫০ কিলোমিটার। যা মেরামত করতে খরচ হবে ২০০ কোটি টাকার উপরে।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চল গত ২৭ মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এরপর ১৫ জুন দ্বিতীয় দফা এবং ২৭ জুন তৃতীয় দফা বন্যা হয়। এতে বিপুল জনপদ ও গবাদিপশুর লোকসানের পাশাপাশি বড় ধরণের ক্ষতির মুখে পড়ে সিলেটের যোগাযোগ ব্যবস্থার।
অনেক জায়গায় পাকা রাস্তা ধেবে গেছে, পানির স্রোতে রাস্তার পিচ উঠে গেছে। আবার অনেক স্থানের সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যার ফলে মুখথুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে সকল যানবাহন। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী এ.কে.এম. শহিদুল ইসলাম জানান, বন্যায় সিলেটের  ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এছাড়া ২৪২ মিটার ব্রিজ-কালভার্টের ক্ষতির মুখে পড়েছে। যা মেরামতে ১১৮ কোটি টাকা প্রয়োজন হবে। তবে এর পরিমান আরো বাড়তে পারে।
সিলেট সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী জানান আমির হোসেন, বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তার বেশি ক্ষতি হয়েছে। জেলার ৫৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক হিসেবে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি। ক্ষতিগ্রস্ত রাস্তার স্থায়ীভাবে বন্যার হাত থেকে রক্ষা করতে প্রয়োজন ৩৮০ কোটি টাকার ওপরে।

You might also like