পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে অভিনন্দন জানালেন মোদি

নিউজ ডেস্ক
সত্যবাণী

পাকিস্তান: নানান নাটকীয়তার পর পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। এরপরই শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর জিও নিউজ।নানান নাটকীয়তার পর পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। এরপরই শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর জিও নিউজ।এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বলে রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে উন্মুখ।এর আগে গত রোববার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পরে সোমবার শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মাধ্যমে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১৬ মাস দায়িত্বপালনের পর পাকিস্তানে সরকারপ্রধানের পদে আবারও ফিরে আসেন শাহবাজ।এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমেসহ বিভিন্ন বিশ্ব নেতা ও কূটনীতিক এবং অন্যরা শাহবাজকে অভিনন্দন জানান।

You might also like