পাকিস্তানে দুই দিনের কোয়ারেন্টাইনে তামিম
নিউজডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে মঙ্গলবার করাচির উদ্দেশ্যে দেশ ছাড়ে তামিম ইকবাল। ক্রিস লিনের জায়গায় লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন টাইগার ওয়ানডে অধিনায়ক।আজ বুধবার ১১ নভেম্বর পাকিস্তানের করাচিতে পৌঁছান তামিম ইকবাল। এরপর দুইদিন কোয়ারেন্টিনে থাকবেন। আর সেখানে পৌঁছানোর পর কোয়ারেন্টিন নিয়ে ভিডিও বার্তায় নিশ্চিত করেন এই ওপেনার। সেখানে আগামী ১৪ নভেম্বর খেলা নিয়ে আশাবাদী।ঐ ভিডিও বার্তায় তামিম বলেন, ‘সকালেই করাচিতে পৌঁছেছি। আগামী দুইদিন এখানে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড টেস্ট দিয়েছি, আশাকরি ইতিবাচক ফলাফল আসবে। ১৪ তারিখ লাহোর কালান্দার্সের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছি। শীঘ্রই দেখা হচ্ছে।উল্লেখ্য, এর আগে করোনার কারণে টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচগুলো আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।