পাকিস্তানে ১৭০ আসনে জয়ের দাবি পিটিআইয়ের

নিউজ ডেস্ক
সত্যবাণী

পাকিস্তান:  পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে ১৭০টি আসনে জয়ের দাবি করেছেন কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর আলি খান। দেশটির গণমাধ্যমকে গোহার খান বলেন, আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি যে এই মুহূর্তে জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই ১৭০ আসনে জিতে নেতৃত্ব অর্জন করেছে।তিনি আরও বলেন, বেসরকারিভাবে ৯৪টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসলামাবাদের তিনটি, সিন্ধুর চারটি এবং পাঞ্জাবের বাকি আসনসহ মোট ২২ আসনে পিটিআই জিতেছে। বাকি আসনে পরাজয় দেখানো হয়েছে।জানা গেছে, পাঞ্জাব পরিষদে খাইবার পাখতুনখোয়ায় ৪৫ আসনের মধ্যে ৩৯ আসনে জয় পাওয়ার দাবি করেছে পিটিআই।এ বিষয়ে গোহার খান বলেন, পাকিস্তানের ইতিহাসে জাতীয় পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো একটি দল খাইবার পাখতুনখোয়া (কেপি) থেকে এতগুলো আসনে জিতেছে। পিটিআই কেপিতে প্রাদেশিক আসনগুলোর সংখ্যাগরিষ্ঠতা জিতেছে এবং পাঞ্জাব পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে ‘অগ্রসর’ হয়েছে।পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গণনা শেষ হয়নি এখনও। দেশটির কেন্দ্র ও চারটি প্রদেশে সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।নির্বাচন কমিশন ঘোষিত দেশটির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের ৪৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়নি। ২৬৫ আসনের মধ্যে ২৫২টি আসনের ফল জানা গেছে। সেখানে ৯৯ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীরা।আসনসংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তারা ৭১ আসনে জয় পেয়েছে।বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩ আসন নিয়ে তৃতীয় অবস্থানে আছে।এখনও ১৩টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

You might also like