‘পাটকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চোখের পানি ফেলেছেন’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সরকারি পাটকলগুলোতে কর্মরত শ্রমিকদের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের পানি ফেলেছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।শুক্রবার (৩ জুলাই) পাটমন্ত্রী তার বাসভবনে পাটকল নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পাটমন্ত্রী বলেন,এক বছর আগে (রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের বিষয়টি) ঠিক হয়েছে।আমরা যেহেতু লসের ভার বইতে পারছিলাম না,দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে,তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল এগুলোকে (পাটকল) কীভাবে আরও উন্নত মানের করা যায়।পুরনো টেকনোলজি দিয়ে আমাদের এই কারখানাগুলো টিকতে পারছে না।মাসের পর মাস লস করছে।এখানে আমাদের শ্রমিক ভাইয়েরা দায়ী না-এটা প্রধানমন্ত্রী বলেছেন।প্রধানমন্ত্রী বলেছেন,এই শ্রমিক ভাইয়েরা বঙ্গবন্ধুর সঙ্গে আন্দোলন করেছেন।এক লাখ শ্রমিক বঙ্গবন্ধুর সঙ্গে আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করেছেন।শ্রমিকদের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী চোখের পানি ফেলেছেন।বলেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে ছিল এরা,এদের তো পুনর্বাসন করতে হবে।

You might also like