পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের (পাপুল) সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সোমবার (২২ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় থেকে সংসদ কার্যপ্রণালী বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের ফৌজদারি আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে ৪ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হওয়ায় সংবধিানের ৬৬(২) ঘ অনুচ্ছেদের বিধান অনুযায়ি জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম (পাপুল) সংসদ সদস্য থাকার যোগ্য নন। সে জন্য সংবিধানের ৬৭ (১) ঘ অনুচ্ছেদের বিধান অনুযায়ি রায় ঘোষণার তারিখ থেকে তার আসন শূণ্য হয়েছে।অর্থ ও মানবপাচারের মামলায় কুয়েতের আদালত গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদন্ড দেয়। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। এর আগে গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে আটক করা হয়। আটকের সাড়ে সাত মাস আর বিচার প্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় সে দেশের আদালত তাকে এ দন্ড দেয়।

You might also like