পাবলিক সার্ভিস দিবস আলোচনা অনুষ্ঠিত সেবার মাধ্যমে জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মানের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত। বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. আহমদ শাহরিয়ার, জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস রঞ্জন দাশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, রেভিনিউ ডেপুটি কালেকটর আফসানা তাসলিম, সহকারী কমিশনার আহসানুল আলম ছাড়াও সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘সাধারণ মানুষ আমাদের যে অফিসেই যাক, সে যেন অফিসটাকে নিজের অফিস হিসেবে মনে করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’ সাধারণ মানুষের সেবার মাধ্যমে জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সরকারি সেবার সাথে সম্পৃক্তদের মধ্য থেকে বাছাইকৃতদের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করা হয় উল্লেখ করে তিনি বলেন, শুধু পদকের জন্য নয়, আরও আন্তরিকভাবে জনকল্যাণের লক্ষ্যে কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

You might also like