পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির লক্ষ্যে আজমিরীগঞ্জে মতবিনিময়
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, দলিত সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের সদস্যসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ২৩ আগস্ট বুধবার সকাল সাড়ে এগারোটায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ মোশাহিদ আহমেদ টেনুর সভাপতিত্বে ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও জুয়েল ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আকরাম চৌধুরী, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি সিলেট বিভাগীয় সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, এলএনওবি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান।সভায় বক্তারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।প্রধান অতিথি’র বক্তব্যে জুয়েল ভৌমিক বলেন, সরকারের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালু রয়েছে, আপনারা সেই সেবা পাওয়ার জন্য আবেদন করুন। আমরা যাচাই-বাছাইয়ের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবো সেবার আওতায় যাতে নিয়ে আসা যায়।এ সময় আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক জামিনুল ইসলাম প্রমুখ।