পিডিবি’র দক্ষিণ সুরমা সাব স্টেশন পূণরায় চালু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বন্যার পানি নেমে যাওয়ায় দক্ষিণ সুরমা সাব স্টেশনটি গত বৃহস্পতিবার সাড়ে ১০টা থেকে পূণরায় চালু হয়েছে। এতে করে সিলেটের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন দেয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির এ তথ্য জানিয়েছেন।পিডিবি সিলেটের ওই শীর্ষ কর্মকর্তা আরো জানান, বন্যায় দক্ষিণ সুরমা সাব স্টেশন ডুবে যাওয়ায় গত মঙ্গলবার থেকে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। পানি কিছুটা কমায় এবং বিকল্প পদ্ধতি প্রয়োগ করে গতকাল বেলা ২টার পর থেকে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। তবে, অনেক লাইন ঝুঁকিপূর্ণ হওয়ায় সবগুলোতে সংযোগ দেয়া সম্ভব হয়নি। পানি সরে গেলে দ্রুত এসব লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, পাহাড়ি ঢল ও টানাবর্ষণে সৃষ্ট বন্যায় দক্ষিণ সুরমা সাব স্টেশন ডুবে যাওয়ায় গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বিদ্যুৎ বিভ্রাটে নাকাল শহর ও শহরতলীর লোকজন।

You might also like