পিস ফ্যাসিলিটেটর গ্রুপ বিশ্বনাথ উপজেলা কমিটি গঠন
সত্যবাণী
সিলেট অফিসঃ নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিকের মর্যাদা, নিরাপত্তা, বহুত্ব এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের আচরণবিধি ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) উপজেলাপর্যায়ে সক্রিয় সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত হয়েছে বিশ্বনাথ উপজেলা কমিটি।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, উপজেলাপর্যায়ে একটি বহুদলীয় প্লাটফর্ম যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে শান্তি-সম্প্রতি ও সহাবস্থান নিশ্চিতকরণে দায়বদ্ধ রেখে ২২ জানুয়ারি সোমবার বিকেলে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’ হলরুমে মাসিক ফলোআপ মিটিং শেষে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে গঠনতন্ত্র অনুযায়ী ৪ জন পিস অ্যাম্বাসেডর ও ১ জন সমন্ময়কারী নির্বাচন করা হয়।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক নাছরিন জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু এবং সমন্ময়কারী নির্বাচিত করা হয়েছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ’ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন।
কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি সিতাব আলী, বর্তমান সভাপতি জয়নাল আবেদিন, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি অধ্যাপক আফিয়া রশিদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রাসনা বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান ও বিএনপি নেত্রী বেগম স্বপ্না শাহীন, জেলা মহিলা বিএনপি সদস্য নাজমা বেগম, জেলা বই পুস্তক ও বিজ্ঞাপনী সংস্থার সদস্য শাহীন আহমদ, উপজেলা গণফোরাম সভাপতি তরিকুল ইসলাম, সদস্য আশিক আলী, পৌর আ’লীগের সদস্য জামাল উদ্দিন, জেলা যুবদল নেতা আশরাফুল উদ্দিন রুবেল, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট সিলেট জেলা সমন্বয়কারী মোজাম্মেল হক, জেলা হিসাবরক্ষক কুদরত পাশা, ইয়ুথ মোবিলাইজেশন সিলেট অঞ্চলের কর্মকর্তা এস এম রফিকুজ্জামান।