পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে ছাত্র ইউনিয়নের স্মরণসভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: প্রগতিশীল রাজনীতির অভিভাবক পুরুষ প্রয়াত জননেতা পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের উদ্যোগে জালালপুর ইউপি প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন নেতা রাজ দেবনাথের সভাপতিত্বে ও মিজু আহমদের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, ঐক্যন্যাপ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সিপিবি সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল হোসেন, সিপিবি জেলা কমিটির সদস্য এ কে এম শিহাব, ঐক্যন্যাপ সিলেট জেলা শাখার সহসভাপতি উদয়ন দাশ পুরকায়স্থ। যুব ইউনিয়ন নেতা জামিল আহমদ, উদীচী সিলেট জেলার দপ্তর সম্পাদক সন্দীপ, বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা শাখার যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, যুব ইউনিয়ন নেতা সানি আহমদ। ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সহসভাপতি হাসান বক্ত কাওছার, ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক আমিনা আক্তার খাদিজা, সাংস্কৃতিক সম্পাদক রুহি আরাফাত শোভা।

You might also like