পীর হবিবুর রহমান পাঠাগার অপসারণের প্রতিবাদে নাগরিক বিবৃতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: ভাষাসৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক,একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ত্যাগী রাজনীতিবিদ জননেতা পীর হবিবুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নামকরণকৃত করা ‘পীর হবিবুর রহমান পৌর পাঠাগার’ এর সাইনবোর্ডটি কে বা কারা সরিয়ে ফেলেছে- এই কলঙ্কজনক ঘটনা নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও প্রশাসন এ পর্যন্ত রহস্যজনক নিরবতা পালন করে চলেছে, যা উদ্বিগ্ন করে তুলেছে সিলেট সহ দেশের সচেতন নাগরিকদের। সুরমা নদীর তীরে এক নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত পীর হবিবুর রহমান পাঠাগারটি নগরবাসীর জ্ঞানতৃষ্ণা মিটাতো। জননেতা ও প্রাক্তনমন্ত্রী আবদুস সামাদ আজাদের দান করা অনেক পুস্তক এই পাঠাগারে সংরক্ষিত ছিল। এই পাঠাগারের জায়গায় নির্মিত বহুতল ভবনে পীর হবিবুর রহমান পাঠাগারের কোন অস্তিত্ব নেই, সেই সঙ্গে অস্তিত্ব নেই শতাব্দীর জ্ঞান-সমৃদ্ধ অতি মূল্যবান গ্রন্থসমুহের। সিলেটের মাননীয় সিটি মেয়র, জেলা প্রশাসন এবং বাংলাদেশ সরকারের প্রতি ঐতিহ্যবাহী পাঠাগারটির অস্তিত্ব রক্ষার্থে কি পদক্ষেপ নেয়া হচ্ছে, পীর হবিবুর রহমান পৌর পাঠাগারটি অপসারণ এবং এর সাইনবোর্ড অপসারণে কারা দায়ী, মূল্যবান গ্রন্থসমূহ সংরক্ষণে কি ব্যবস্থা নেয়া হয়েছে- সর্বোপরি পাঠাগারটি কোথায় পুনস্থাপিত হলো-তা অবিলম্বে সিলেটবাসী সহ দেশবাসীকে অবহিত ও আশ্বস্ত করার দাবী জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন;
১. এ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী
২. পঙ্কজ ভট্টাচার্য, সভাপতি, ঐক্য ন্যাপ
৩. ড. হায়াত মাহমুদ, সাহিত্যিক ও শিক্ষাবিদ
৪. ড. সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ
৫. রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব
৬. ডা. সারওয়ার আলী, প্রেসিডিয়াম সদস্য- সম্মিলিত সামাজিক আন্দোলন
৭. রাশেদা কে চৌধুরী, শিক্ষা আন্দোলনের নেতা
৮. ড. নূর মোহাম্মদ তালুকদার, সভাপতি, বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি
৯. ডা. রশীদ-ই-মাহবুব, সাবেক সভাপতি, বি এম এ
১০. এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ
১১. অধ্যাপক এম এম আকাশ, চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
১২. অধ্যাপক রোবায়েত ফেরদৌস, শিক্ষক, ঢাকা বিশ^বিদ্যালয়
১৩. এ্যাডভোকেট তবারক হোসেইন, সিনিয়র আইনজীবি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
১৪. ডা. ফৌজিয়া মোসলেম, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ
১৫. খুশী কবির, উন্নয়ন কর্মী
১৬. রোকেয়া কবির, নারী নেত্রী
১৭. ডা. মোশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু
১৮. এস এম এ সবুর, সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতি
১৯. এ্যাডভোকেট পারভেজ হাসেম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২০. ডা. শহীদউল্যা শিকদার, সাবেক, প্রো:ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয়
২১. ড. সেলুবাসিত, গবেষক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব
২২. সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন
২৩. ড. সৈয়দ আবদুল্লা আল মামুন চৌধুরী, সভাপতি, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ^বিদ্যালয়
২৪. এ্যাডভোকেট ফয়েজ আহমেদ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২৫. দীপায়ন খীশা, তথ্য ও প্রচার সম্পাদক বাংলাদেশ আদিবাসী ফোরাম
২৬. মুকির হোসেন চৌধুরী, আহŸায়ক, সম্মিলিত সামাজিক আন্দোলন, সিলেট জেলা শাখা

You might also like