পুলিশের উপর হামলা : বিএনপি’র ১২ নেতাকর্মী একদিনের রিমান্ডে
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর সায়েন্সল্যাবে পুলিশের উপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় দলটির ধানমন্ডি থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত হোসেন সৈকতসহ ১২ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে একই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন।এদিন ২৭ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য শাহদাত হোসেন সৈকতসহ ১২ জনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।অপর দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ১৫ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডকৃত আসামিরা হলেন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, রিপন হোসেন, মো. রুহুল, মো. আব্দুস সালাম, মো. সুজন, মো. নজরুল ইসলাম, শফিকুর রহমান, রুবেল হোসেন, সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম ও শাহ আলম। বিএনপি নেতা মো. জুয়েল, মজিবুর রহমান সানজু, মো. রুবেল হোসেন, মো. জিয়াউল ইসলাম, মো. জুয়েল, আমিন, ইব্রাহিম খলিল পারভেজ, সোহেল রানা, শিকদার হোসেন, মো. সিদ্দিক, মোহাম্মদ রাসেল, রুবেল, মোহাম্মদ শাহিন ও তারেকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা বিআরটিসি বাসে আগুন দিয়ে বেশকিছু গাড়ি ভাঙচুর করেন। এছাড়া তারা ধানমন্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করে। হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে ধানমন্ডি থানায় এ মামলা করে। মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।