পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় ইকবাল সন্দেহে একজন আটক

নিউজ ডেস্ক
সত্যবাণী

কুমিল্লা: কুমিল্লায় নানুয়ার দীঘির পাড়ের এক মণ্ডপে কুরআন রাখার অপরাধে অভিযুক্ত ইকবাল সন্দেহে কক্সবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজারের সুগন্ধা সৈকত থেকে তাকে আটক করা হয়েছে।আটকের তথ্য নিশ্চিত করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিকভাবে মনে করছি, এই ব্যক্তিই কুমিল্লার ইকবাল হোসেন।তবে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত করবে।এর আগে এমন ন্যাক্কারজনক ঘটনার একটি সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে আসে।সিসিটিভি’র সে ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ইকবাল হোসেন মসজিদ থেকে মণ্ডপের দিকে যান এবং মণ্ডপে কুরআন শরীফ রেখে গদা হাতে ফেরেন।এই ফুটেজগুলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ সময় যাচাই করেছে।উল্লেখ্য, গত বুধবার ভোরে ঐ পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ দেখা যায়। এরপর কুরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

You might also like