পূজামন্ডপ পরিদর্শন করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মামুনুর ও রতন তালুকদার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ মহামারী করোনা ভাইরাসের প্রকৌপ কমে যাওয়ায় এবার সারাদেশের মতো সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় ভক্তবৃন্দের পদচারনায় শংক খাসি আর ঢাক ঢোলের আওয়াজে মুখর পূজামন্ডপগুলো।বুধবার সন্ধ্যায় পূজার মহাষ্টমীতে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সরকারী কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। সকালে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান মামুন,সহকারী পুলিশ সুপার(দিরাই সার্কেল) মো. আবু সুফিয়ান,চরনারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূনরায় চেয়ারম্যান পদপ্রার্থী রতন কুমার তালুকদারের নেতৃত্বে উপজেলার পেরুয়া,শ্যামারচর বাজারহাটি,চরনারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনসহ বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

তারা এ সময় আগত ভক্তবৃন্দের সাথে কোশল বিনিময় এবং আইন শৃংখলা বিষয় নিয়ে ও কথা হয়। অনেকেই আইন শৃংখলা বিষয় নিয়ে সন্তোষজনক প্রকাশ করেন এবং ভক্তরা নির্বিঘেœ পূজোয় মায়ের চরনে পুষ্পাজ্ঞলী প্রদান করছেন বলে ও জানান। এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান,চরনারচরের জমিদার পরিবারের সদস্য মলয় বিকাশ রায় চৌধুরী,ডা. পীযূষ চৌধুরী,শ্যামারচরের বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আজিজুল হক প্রমুখ।পরে পূর্ব শ্যামারচর পূজামন্ডপে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নলিনি সাদের সভাপতিত্বে ও পূর্ব শ্যামারচর পূজা কমিটির সভাপতি প্রভাত চন্দ্র দাসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূনরায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন কুমার তালুকদার,সাবেক ইউপি চেয়ার¤্রান জয়কুমার বৈষ্ণব,কমিটির সাধারন সম্পাদক সমর চন্দ্র দাস ও সুবল চন্দ্র দে প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চরনারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন কুমার তালুকদার বলেছেন,সম্প্রীতির এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য দৃষ্টান্ত হচ্ছে হাওরের জেলা সুনামগঞ্জ।

এখানে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে তা যুগে যুগে চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানে সবাই নির্বিঘে ও উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্টানে সম্পৃত্ত হয়ে পূজোর আয়োজনকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আগামী নির্বাচনে পূনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করে আরো বলেন আগামী পাচঁটি বছর যদি চরনারচর ইউনিয়নবাসীর সহযোগিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে তার বিগত পাচঁ বছরের বাকি উন্নয়ন পরিকল্পনাকে কাজে লাগিয়ে আগামী পাচঁ বছরে এই ইউনিয়নকে সবার জন্য একটি নিরাপদ,যোগযোগের আওতায় একটি আধুনিক,মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনমুগ্ধকর গান পরিবেশন করেন শিল্পীরা।

You might also like