পূর্ব লন্ডনের বাংলাদেশী কমিউনিটির ছবি নিয়ে আলোচনা বুধবার
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ আলোকচিত্রের মালিকানা সংক্রান্ত নীতি, এবং সত্তরের দশক থেকে আজ অবধি পূর্ব লন্ডনে বাংলাদেশী কমিউনিটির ওপর তোলা ছবিগুলো নিয়ে বিশেষ এক আলোচনা অনুষ্ঠিত হবে ১৯ মে বুধবার। এতে আলোকচিত্রী কয়েস মিয়া এবং ফিল ম্যাক্সওয়েলের সাথে যোগ দেবেন ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির সিনিয়র কিউরেটর অব ফটোগ্রাফার্স মাগদা কেনি।বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফিফটি কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন খিদির কালেক্টিভ জাইন এর নিশাত আলম।বুধবার ১৯ মে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ফটো-টক ইভেন্ট। ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য এই ইভেন্টে যোগ দিতে আগ্রহীরা ইভেন্টব্রাইট এর ওয়েবসাইটে (www.eventbrite.co.uk) গিয়ে নাম রেজিষ্ট্রি করতে পারেন।