পূর্ব লন্ডনে কনস্যুলার সেবা প্রদান আবার চালু করেছে বাংলাদেশ হাই কমিশন,লন্ডন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ বাংলাদেশ হাই কমিশন, লন্ডন বাঙ্গালি অধ্যুষিত পূর্ব লন্ডনে কনস্যুলার সেবা প্রদান আবার চালু করেছে। গত ২৭ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্রিকলেনে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ভবনে টাওয়ার হেমলেটস, নিউহাম, বার্কিংসহ পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আগত ২ শতাধিক প্রবাসি বাংলাদেশিদের জরুরি ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা স্বল্প সময়ে প্রদান করা হয়। এসবের মধ্যে রয়েছে এনভিআর ১১২টি, পাওয়ার অব এটোর্নি ১০টি, নতুন পাসপোর্ট ও পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন ১৩টি, বিভিন্ন কাগজপত্র সত্যায়ন ২টি ও অন্যান্য সেবা ৬৫টি। এ প্রসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাস-বান্ধব পররাষ্ট্রনীতির আওতায় সম্ভাব্য ̈ সব ধরনের সেবা প্রিয় প্রবাসিদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন। এই উদ্যোগের অংশ হিসেবে প্রায় ৫ বছর পর পূর্ব লন্ডনে কনস্যুলার সেবা প্রদান আবার চালু করা হয়েছে। এ ধরনের সেবা অনেক আগেই চালু করার পরিকল্পনা ছিলো, কিন্তু কভিডের কারণে তা সম্ভব হয়নি। এখন থেকে প্রতি মাসে একবার কনস্যুলার সেবা ̧গুলো পূর্ব লন্ডনে প্রদান করা হবে। তিনি আরো বলেন, যুক্তরাজ্যের অন্যান্য শহরসহ রিপাবলিক অব আয়ারল্যন্ডেও বিশেষ সার্জারির মাধ্যমে কনস্যুলার সেবাগুলো প্রদান করা হবে। এ বিষয়ে সকল তথ্য প্রেস বিজ্ঞপ্তি ও কমিউনিটির মাধ্যমে সবাইকে যথাসময়ে অবহিত করা হবে।