প্রখ্যাত সাহিত্যিক জাফর আলম আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের খ্যাতিমান সাহিত্যিক,তথ্য ক্যাডারের সাবেক ঊর্ধতন কর্মকর্তা এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অনুবাদক জাফর আলম আর নেই।শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর মিরপুরস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জাফর আলম উর্দু ও হিন্দি কথাসাহিত্যের প্রথিতযশা বাংলা অনুবাদক ছিলেন।অনুবাদক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন।

জাফর আলমের জন্ম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায়।পেশাগত জীবন সাংবাদিকতা দিয়ে শুরু করেন এবং ১৯৭৫ সালে তথ্য অধিদফতরে যোগদান করেন।২০০১ সালে তিনি উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।শনিবার (২০ জুন) দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।মৃত্যকালে জাফর আলম দুই পুত্র,এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত উপপ্রধান তথ্য কর্মকর্তা জাফর আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শোক প্রকাশ করেছেন।এছাড়া আরও শোক প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন অ‌্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি স ম গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন।

You might also like