প্রচন্ড্র গরমের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ গত ২/৩ দিনের টানা দাবদাহে অতীষ্ঠ হয়ে উঠেছিলো সিলেটের জনজীবন। গত ২ দিনের মতো ১ জুন বৃহস্পতিবারও দিনভর প্রখর রৌদ্রতাপের ফলে বয়ে যাচ্ছিলো অসহনীয় গরম। গরম থেকে রক্ষা পেতে মানুষের প্রার্থনা ছিলো বৃষ্টি। অবশেষে সন্ধ্যার ঠিক আগ মুহুর্তে সিলেটে দেখা মিলেছে একপশলা স্বস্তির বৃষ্টির। সন্ধ্যা ৬টার দিকে নগরির বিভিন্ন স্থানে শুরু হয় দমকা হাওয়া ও মাঝারি ধরণের বৃষ্টি। ফলে জনজীবনে নেমে এসেছে কিছুটা স্বস্তি।এদিকে, সিলেটসহ দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সিলেটসহ ৩ অঞ্চলে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে অধিদপ্তর। এছাড়া যেসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও জানায়।১ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

You might also like