প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া ডাক্তার স্ত্রীসহ গ্রেফতার

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেট ও চট্টগ্রামের অনেক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া স্বামী-স্ত্রীকে  শেষ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র কোতয়ালি থানার একদল পুলিশ ৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরির জিন্দাবাজার এলাকার কাজী ইলিয়াস পলাশী ২৭নং (বড় ভূইয়া টাওয়ার) বাসার মৃত ডা. আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫)। তারা দু’জন ৩১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এরমধ্যে ১৩টি মামলায় সাজার রায় হয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
এসএমপি’র মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম ও তার স্ত্রী সিলেট এবং চট্টগ্রামের অনেক মানুষের কাছ থেকে বড় অংকের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। বিদ্যুৎ বিভাগেরও মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। সবগুলোই মামলাই আদালতে করা হয়েছে। তারা দু’জন মানুষের টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়াচ্ছেন। চট্টগ্রামের মানুষ আসে তাকে সিলেট খুঁজতে, আবার সিলেটের মানুষ যায় তাকে চট্টগ্রামে খুঁজতে।
আদালত থেকে পুলিশের কাছে ওয়ারেন্টগুলো আসার পর প্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাতে তাদের চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। ৬ জুলাই শনিবার দুপুরে গ্রেফতারকৃত নজরুল ও নূরজাহানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

You might also like