প্রতিদিন ৬ বার ঢাকা-সিলেট যাতায়াত করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ যাত্রীদের অতিরিক্ত চাহিদা বিবেচনায় প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেটে প্রতিদিন ৬ টি করে ফ্লাইট পরিচালনা করছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ৬ ফেব্রুয়ারি সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের সময় ও চাহিদার ভিন্নতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেটে ৬ টি ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে। এরমধ্যে সকাল ৭.৩০ মিনিট, ১০.৪৫ মিনিট, দুপুর ১.৩৫ মিনিট, বিকেল ৩টা, সন্ধ্যা ৭.১৫ মিনিট ও রাত ৮.৩০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে। এছাড়া সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮.৫০ মিনিট, দুপুর ১২.০৫ মিনিট, দুপুর ২.৫৫ মিনিট, বিকেল ৪.২০ মিনিট, রাত ৮.৩৫ মিনিট ও রাত ৯.৫০ মিনিটে ছেড়ে আসবে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিলেটের পর্যটনকে আকর্ষণীয় করার উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সবসময়ই সময়োপযোগী ফ্লাইটসূচি প্রদান করেছে। ইউএস-বাংলাই প্রথম সিলেটে সান্ধ্যকালীন ফ্লাইট সূচনা করে। এছাড়া ঢাকা থেকে সিলেটে ডে-রিটার্ণ ফ্লাইট থাকায় যাত্রীদের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্স আস্থার প্রতীক হয়ে উঠছে। টিকেট সংক্রান্ত তথ্য জানতে ে ১৩৬০৫ অথবা ১৭৭৭-৭৭৭৮০০-৬ নম্বরে ফোন দিতে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

You might also like