প্রতিদ্বন্ধী প্রার্থীর বাসার সামনে অস্ত্র মহড়ার ঘটনায় কাউন্সিলর আফতাব কারাগারে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্ধী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের মামলায় কারাগারে গেলেন সিসিকের কাউন্সিলর ও সিলেট নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান।২৪ জুলাই সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক আব্দুল মোমেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট জুবায়ের বখত।আদালত সূত্রে জানা যায়, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্ধী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।এ ঘটনায় প্রতিদ্বন্ধী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদি হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। সোমবার আদালতে এসে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

You might also like