প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনার মুক্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং পরে তার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়াজনে শহরের ট্রাপিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত মানবন্ধনে এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, রির্পোটার্স ইউনিটির সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, প্রথম আলোর সুনামগঞ্জ অফিসের এড. খলিল রহমান, চ্যানেল এস এর মো. আকরাম উদ্দিন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সমাজকর্মী নাসিম চৌধুরী, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি এ আর জুয়েল, খেলাঘরের সাধারন সম্পাদক রাজু আহমেদ, দৈনিক গনমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি মুহিবুর রেজা টুনু, মো. আনোয়ার হোসেন, লিপসন আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহামারী করোনা ভাইরাসে যখন দেশের প্রতিটি মানুষ আতংঙ্কিত তখন সবার একমাত্র ভরসাস্থল স্বাস্থ্য বিভাগটি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রনালয়ে কিছু দূর্নীতিবাজরা এই করোনাকালীন সময়টাকে পূজি করে দূর্নীতির মহোৎসব শুরু করেছেন। ঠিক তখনই প্রথম আলোর জেষ্ঠ্যে সাংবাদিক রোজিনা ইসলাম দেশের একজন স্বনামধন্য রিপোর্টার হিসেবে তাদের অনিময় আর দূর্নীতির চিত্র গণমাধ্যমে প্রকাশ করায় তাকে স্বাস্থ্যমন্ত্রনালয়ে ৫ ঘন্টা আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা এবং পরবর্তীতে তাকে স্থানীয় থানায় নিয়ে মিথ্যা মামলা দিয়ে আসামী করে কারাগানে পাঠানো কোন সভ্য গনতান্ত্রিক দেশে হতে পারে না। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তির জন্য সরকারের নিকট জোর দারী জানান। একই সঙ্গে এই স্বাস্থ্যখাতে দূৃর্নীতির সাথে যারাই সম্পৃত্ত রয়েছেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থ্যাগ্রহনের দাবীও জানান সাংবাদিক নেতারা।

You might also like